বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ - ১৫:০৫
নাপাকীর স্থান অজ্ঞাত হলে শরিয়তের করণীয় বিধান কী?

দৈনন্দিন জীবনে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন আমরা নিশ্চিতভাবে জানি—কোনো বস্তু বা পোশাক নাপাক হয়েছে; কিন্তু সময় পেরিয়ে যাওয়া বা অন্য কোনো কারণে সঠিক স্থানটি ভুলে যাই বা নির্দিষ্টভাবে মনে রাখতে পারি না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে: এমন অবস্থায় শরিয়তের বিধান কী? পুরো জিনিসটিকে নাপাক ধরে ব্যবহার থেকে বিরত থাকতে হবে, নাকি এর ভিন্ন কোনো সমাধান আছে?

হাওজা নিউজ এজেন্সি: এই বিষয়ে দাখিলকৃত একটি ইসতিফতার জবাবে মহামান্য মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ি যে নির্দেশনা প্রদান করেছেন, তা নিচে তুলে ধরা হলো:

প্রশ্ন: যদি আমরা জানি যে কোনো কিছু নাপাক হয়েছে, কিন্তু না জানি তার কোন অংশটি নাপাক হয়েছে— তাহলে এর করণীয় হুকুম কী?

উত্তর: প্রশ্নে উল্লিখিত অবস্থায়, সেই জিনিসটিকে পবিত্র করতে হলে— যে সব অংশে নাপাক লাগার সম্ভাবনা রয়েছে, সেসব অংশ পবিত্র করা আবশ্যক। তবে, যতক্ষণ পর্যন্ত পবিত্র না করা হয়, তার কিছু অংশের সাথে অন্য কোনো জিনিস স্পর্শ করলে তা নাপাক হবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha